ফুলতলায় খুলনা মটর শ্রমিক ইউনিয়নের জাকির হোসেন বিপ্লবের পথসভা অনুষ্ঠিত

34

এস এম মমিনুর রহমান, স্টাফ রিপোর্টার।।

আসন্ন খুলনা মটর শ্রমিক ইউনিয়ন (১১১৪) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে ফুলতলা বাসস্টান্ড চত্তরে পথসভা অনুষ্ঠিত হয় । গত ১৫ই নভেম্বর রাত ৯টায় ফুলতলা বাসস্টান্ড চত্তরে ওয়াহিদ মুরাদ পিন্টুর সভাপতিত্বে, শ্রী সঞ্জিত বসুর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন (১১১৪) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকির হোসেন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন খুলনা মটর ইউনিয়নের , সাবেক সভাপতি শাহাদাত মৃধা (দাদু), মীর মোতালেব হোসেন, শ্রী ধিমান পাল, , শেখ মিঠুন মধু, কাজী আব্দুল হালিম, মোঃ কুট্টি, নয়ন, ড্রাইভার চান্দু, আলম ডাইভার, আনিস, মকেল মোল্লা, জবা ভূঁইয়া, শহীদ মাতুব্বর, প্রমুখ।

পথসভায় জাকির হোসেন বিপ্লব বলেন, গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ি করেছিলেন, আমি আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি আপনারাই ভালো বলতে পারবেন। গত তিন বছরে করোনার কারণে অল্প কিছু পেয়েছিলাম তবে যতটুকু পেরেছি করোনাকালিন সময়ে আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমি প্রতিটি শ্রমিককে সরকারের২৫ শত টাকা করে দিয়েছিলাম অনেক শ্রমিকের ঘরে বাজার ছিল না আমি তার বাড়িতে বাজার পৌঁছানোর ব্যবস্থা করেছি। সবার খোঁজখবর নিয়েছি, আমি জানি সবার মন রক্ষা করতে আমি পারি নাই, ভুলত্রুটির উর্দ্ধে কেউ নয়, আমি কথা দিয়ে যাচ্ছি শ্রমিক ভাইয়েরা যদি আমাকে পুনরায় আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি অসম্পুর্ন কাজ সম্পন্ন করবো, আমি কথা দিয়ে যাচ্ছি বর্তমানে একজন শ্রমিক মারা গেলে তার পরিবারকে দেওয়া হয়ে থাকে চল্লিশ হাজার টাকা। আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি প্রতিটা পরিবারকে মৃত্যু দাবীর টাকা দিব এক লাখ টাকা। আমি যদি নির্বাচিত নাও হই তাহলে বুঝবো আমাকে শ্রমিক ভাইয়েরা চায় না আমি ঐ চেয়ারের যোগ্য নই।

আমি সাধারণ শ্রমিক হয়ে আপনাদের মাঝে থাকবো, সর্বশেষে ১৯ই নভেম্বর আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন বলেন আমি আপনাদের জাকির হোসেন বিপ্লব আপনাদের ভোটে দির্ঘদিন শ্রমিক নেতা হয়ে পাশে ছিলাম আশারাখি আপনারা আবারও আমাকে ভোট দিয়ে বিজয়ি করেবেন এটা আমার আশা ও বিশ্বাস।