ফকিরহাটে পিতার নামে মায়ের দায়ের করা মামলা থেকে অব্যাহতির জন্য পুত্রের আবেদন

42

বাদশা আলম, ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়় বেতাগা এলাকায় সৎ মায়ের দায়ের করা অযথা হয়রানি মামলা থেকে পিতা কে অব্যাহতির জন্য বাগেরহাট জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছে পুত্র আক্তার মোড়ল । লিখিত আবেদনের জানা যায়, আমার পিতা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের পিতা মৃত আব্দুল জব্বার এর পুত্র মোহাম্মদ আলফাজ মোড়ল( ৫৫) গত ৬ বছর পূর্বে একই উপজেলার বেতাগা ইউনিয়নের তালবাড়ী নিকলা পুর গ্রামের পিতা আব্দুস সালাম এর কন্যা নুরজাহান বেগম (৪০)কে তৃতীয় বিবাহ করে । বিবাহের পর থেকে তিনি সেখানে বাড়ি ঘর করে বসবাস করতে থাকে, গত তিন বছর পূর্বে নুরজাহান বেগম ও তার পিতার পরিবার জমি ক্রয়ের কথা বলে আমার পিতা আলফাজ মোড়লের নিকট থেকে তিন লক্ষাধিক টাকা (প্রায়) নেয় , পরবর্তীতে টাকা ফেরত চাইলে আজ কাল বলে ঘুরাতে থাকে । আমার পিতা কিছু বলতে গেলে তাকে মামলার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিতে থাকে।এ নিয়ে ঐ এলাকায় স্বানীয় ভাবে শালিশ বিচার হলে ও টাকার ব্যাপারে কোন কিছুর সুষ্ঠ সমাদন হয়নি গত মাসে আমার মা ,পিতা কে তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পারিবারিক বিভিন্ন বিষয় আলোচনা করতে থাকে আলোচনার একপর্যায়ে আমার পিতার উক্ত টাকা ফেরত অন্যথায় জমি লিখে দেওয়ার কথা বললে মা ও তার পরিবার সহ এলাকার প্রভাবশালী ব্যক্তির নির্দেশে তাকে মারপিট করার জন্য চড়াও হয়, তিনি আরো বলেন আমার পিতা কে বলে দ্বিতীয় বার টাকা ফেরত চাইলে বা কাউকে কিছু বললে বিভিন্ন মামলায় জড়ানোর ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয়, অবশেষে আমার পিতা নিরুপায় হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আমাদের সকল ঘটনার বলে বর্ণনা দেন ,আমার পিতা আমাদের বাড়িতে থাকা অবস্থায় পিতার নামে মা নুর জাহান বেগম ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০৮/ ২১ তারিখ১২/ ০৮/২০২১ধারা ১১( গ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমনের আইন (সংশোধিত ২০০৩)উক্ত মামলায় গত ৬ নভেম্বর বেতাগা থেকে তাকে থানা পুলিশ আটক করে, বর্তমানে সে বাগেরহাট জেল কারাগারে রয়েছে, এছাড়া আমরা স্থানীয় ভাবে পিতা ও মায়ের সংসার ঠিক রাখার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি, অপরদিকে আমার পিতা কে আরো অন্যান্য মামলায় জড়ানো ও ভয়-ভীতি সহ আমাকেও বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে তিনি বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন করেছে, ,লিখিত আবেদনে তিনি সুষ্ঠু তদন্তপূর্বক তার পিতার নামে দায়ের কৃত মামলা থেকে অব্যাহতিসহ পিতা ও মা সংসার করতে পারে তার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পুত্র আক্তার মোড়ল।