অভয়নগর মুক্তদিবস পালিত

31
আলী আকবর সম্রাট।।
বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে অভয়নগরে মুক্তদিবস উৎযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়া ইনষ্টিটিউট মাঠে সকাল ৯ টায় মুক্তদিবস উৎযাপন কমিটির উদ্যোগে দিবসটি উৎযাপন করা হয়। উৎযাপন কমিটির সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সেক্টর কমাণ্ডার ফোরামের ভাইস চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম’হামিদ।
 বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রধান অতিথি কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। উদ্ভোধনের পর বর্ণাঢ্য  র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিন করে। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ম,হামিদ বলেন,স্বাধীনতা বিরোধীদের বিচার এখনো শেষ হয়ে যায়নি। দেশের প্রান্তে এখনো যুদ্ধ অপরাধীরা রয়েগেছে তাদের বিচারও বাংলার মাটিতেই হবে। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা পুরণে আজকের প্রজন্মকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে।
বিকাল ৪ টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোরে তীর্যক ও অভয়নগর সন্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা গান পরিবেশন করেন।