ফুলতলায় এক লাখ টাকা চাঁদা দাবি করে যুবককে পিটিয়ে আহত

53
এস এম মমিনুর রহমান 
গত বৃহস্পতিবার ফুলতলা দামোদর গ্রামে রাত ১১ টায় পাইকগাছার গড়ইখালী গ্রামের  জারজিজ গাজির  ছেলে মেহেদি হাসান গাজী নিজের ব্যবহারিত নষ্ট মোবাইল সার্ভিসিং এর জন্য পাইকগাছা থেকে খুলনায় আসে। পূর্ব পরিচিত আখি বেগম পিতা নুর ইসলাম মোল্লা ঘটনাটি জানতে পেরে তোপ হিসাবে ব্যবহার করে, মেহেদী হাসানকে অফার করে নিজের বাড়িতে আসার জন্য  ছেলেটি আসতে না চাওয়ায় আঁখি বেগম নিজেই খুলনা শিববাড়ি মোড় থেকে তাকে জোর করে ভাই বোনের  সম্পর্কের কথা বলে মেহেদি হাসানকে তার নিজ বাড়িতে নিয়ে আসে। পূর্ব থেকে সাজিয়ে রাখা মাহাবুর মোল্লা ও মাসুদ মোল্লা উভয়  পিতা ওহাব মোল্লা , মামুন মোল্লা পিতা  মোজাফফর মোল্লা, মেহেদী হাসানকে মাসুদ মোল্লার বাড়ির ভেতর নিয়ে  বেধড়ক মারপিট করে তার কাছে থাকা নগদ অর্থ সহ ব্যবহারিত এস্মার্ট ফোন তার পরীক্ষার কিছু কাগজ পত্রের ফাইল জব্দ করে নেয়। একপর্যায়ে মেহেদী হাসানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও 9 নম্বর ওয়ার্ডের মেম্বার রায়হান সরদারের সহযোগিতায় আঁখি বেগম ও মেহেদী হাসানকে থানায় সোপর্দ করা হয়। অবস্থা বেগতিক দেখে মাহাবুর মোল্লা মাসুদ মোল্লা ও মামুন মোল্লা এলাকার থেকে গা ঢাকা দেয়। এলাকাবাসী জানায় এই মাহাবুর মোল্লার সংঘবদ্ধচক্র টি এর আগেও বিভিন্ন প্রকারের অপকর্মের সঙ্গে লিপ্ত।