বিআরটিসি খুলনা বাস ডিপোর উদ্দ্যেগে বিজয় দিবস উদযাপন

19

আবু দাউদ ইমরান

বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ ডিসেম্বর,২০২১ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন অত্র সংস্থার ম্যানেজার মোঃ নুর-এ-আলম। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিআরটিসি খুলনা বাস ডিপোর সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন সম রেজওয়ান মুক্তিযোদ্ধা কমান্ডার, আলহাজ¦ সোবহান মোড়ল, খ,ম, লিয়াকত আলী, আলহাজ¦ শেখ আব্দুল হক, মামুন সিরাজ, সাইদুর রহমান, ইনামুল হক, কবির হোসেন, রফিকুল ইসলাম, রব্বি ও ফারুক মিয়া প্রমূখ।

গত ১৬ ডিসেম্বর, ২০২১ সন্ধায় বিআরটিসি খুলনা বাস ডিপোর কার্যালয় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তরা বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারিয়ে একটি লাল সবুজের পতকা পেয়েছে। এদেশের দামাল ছেলেদের বীরত্ব ভূমিকায় অর্জিত একটি স্বাধীন সর্বভৌমত্ব সোনার বাংলা পায়। বক্তরা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা শেখ মজিবুর রহমানের ডাকে বাংলার মুক্তিযোদ্ধারা শুত্রুর সাথে লড়াই করেছিল। তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা পিতার আদর্শে অনুপ্রেরিত হয়ে বাংলাদেশকে বিশ^ দরবারে মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা স,ম রেজওয়ান মুক্তিযোদ্ধা কমান্ডার, খানজাহান আলী থানা, খুলনা মহানগর আওয়ামীলীগ সদস্য তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক শিরোমনি বাদামতলা মুক্তিযুদ্ধ রণক্ষেত্র ছিল, এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বাংলার মহা নায়ক শেখ মজিবুর রহমানের অসংখ্যা নীতি আদর্শের কথা উল্লেখ করেন তিনি। আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষা জ্ঞান লাভ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিআরটিসি খুলনা বাস ডিপোর সুযোগ্য ম্যানেজার (অপারেশন) মোঃ নূর-এ-আলম তাঁর বক্তৃতায় বলেন, বিজয় দিবস বাঙ্গালীর একটি গৌরবময় ইতিহাস, তিনি গভীর ভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধা পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মাত্র ৪ মাস পূর্বে বিআরটিসি খুলনা বাস ডিপোতে ম্যানেজার হিসেবে মোঃ নূর-এ-আলম যোগদান করেন । এত অল্প সময়ের মধ্যে বিআরটিসি বাস ডিপোতে বৈদ্যুতিক আলোক সজ্জায় সুসজ্জিত করেছেন। শুধু তাই নয় অফিস ভবন, প্রাচীর নির্মান, অচল বাস মেরামতসহ কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন পরিশোধ করে একদৃষ্টান্ত অর্জন করেছেন।
ম্যানেজার (অপারেশন) মোঃ নূর-এ-আলম বলেন, সরকারী নিয়মনীতি অনুসারণ করে আমি আমার কার্যক্রম পরিচালনা করছি। বাস ডিপোর উন্নয়ন অগ্রগতিতে ব্যাপক ভূমিকা ও পালন করছি।
অনুষ্ঠান শেষে বিআরটিসি খুলনা বাস ডিপোর কর্মকর্তা কর্মচারীগণ ম্যানেজার মোঃ নূর-এ-আলমকে একটি সম্মাণনা সূচক ক্রেষ্ট প্রদান করেন।