ভেজাল সারে ছয়লাপ অভয়নগরসহ দক্ষিণাঞ্চল

71
আলী আকবর সম্রাট।। ক্রাইম রিপোর্টার-যশোর
অভয়নগর-সহ দেশের দক্ষিণাঞ্চল ছয়লাপ হয়ে গেছে ভেজাল সারে। সেই সাথে বেপরোয়া হয়ে উঠেছে কারবারিরা।
স্থানীয় প্রশাসনের সঠিক ও নিয়মিত তদারকি না থাকায় কারবারিরা আকর্ষণীয় মোড়কে
চাহিদা সম্পন্ন জিংক, দস্তা সারসহ বিভিন্ন  সার বাজারজাত করছে। অধিক মুনাফার আশায় দোকানিরাও বিক্রি করছে এসব ভেজাল সার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও কৃষি জমি।  অন‍্যদিকে কারবারিরা রাতারাতি  আঙ্গুল ফুলে হচ্ছে কলাগাছ।
ফুলতলা, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর-সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, কৃষি এগ্রো সাইন্স লিঃ এর নামে স্কয়ার জিংক প্লাস, এস ট্রেড মার্কেটিং কোঃ লিঃ এর নামে শক্তি প্লাস ( মনো ), এস ট্রেড মার্কেটিং কোং এর চায়না শক্তিমান নামে  ভেজাল  সার দোকানদাররা বিক্রয় করছেন।
জানা গেছে মিমপেক্স এগ্রোক্যামিক্যাল লিঃ এর সেলস্ ম‍্যানের আঁড়ালে ডুমুরিয়া উপজেলার কাটিঙ্গা গ্রামের সুলতান ও মণিরামপুর উপজেলার ইমরান শিল্প শহর নওয়াপাড়া এলাকার কয়েকজন প্রভাবশালীর সহযোগিতায় নিরাপদে ভেজাল সারের কারবার চালিয়ে যাচ্ছেন।
ভেজাল দস্তা সার ব‍্যবহার করে ভুক্তভোগী  কৃষক সরখোলা গ্রামের আজিম ফকির বলেন, নামী কোম্পানির মোড়ক দেখে দুই বিঘা জমিতে দস্তা সার ব‍্যবহার করে কোন ফল পাইনি, আমার সব টাকা জলে গেছ।
ভাঙ্গাগেট এলাকার কৃষক জমশের বলেন, আমি ১৫ হাজার টাকার দস্তা সার ব‍্যবহার করে ফলন তো পাইনি বরং সবজি গাছগুলি মারা গেছে।
কৃষি এগ্রো সায়েন্স, এস ট্রেডিং মার্কেটিং কোঃ লিঃ, নিমপেক্স  কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা জানান, আমরা ভেজাল কারবারের সাথে জড়িত নই, যারা এ কারবারের সাথে জড়িত তাদের ধরিয়ে দিন।
এ বিষয়ে জানতে সুলতানের ( ০১৭২৫-৪৩৭৪৫৬) ও  ইমরান ( ০১৭৫৪-৪৬৮১৮৬) মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা না বলে ফোন কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, আমি ট্রেনিং এ আছি, বিষয়টি আমার জানা নেই, পরে আমার সাথে যোগাযোগ করেন।