মশিয়ালীর জিহাদ হত্যা মামলায় রেজাউল শেখকে আটক করেছে পিবিআই

387

ডেক্স রিপোর্ট

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে জিহাদ হত্যা মামলার অন্যতম এজাহার নামীয় আসামী রেজাউল শেখ ওরফে ক্যাবলাকে পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) আটক করে। তথ্যমতে, ২০২০ সালের ১৬ জুলাই রাতে শেখ জিহাদ (৩৬)কে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় বিজ্ঞ আদালতে নিহত জিহাদের পিতা শেখ মকসেদ আলী মামলা দায়ের করেন। যার মামলা নং : সি আর ৭৪/২০২০। মোট ১৭জনের নাম উল্লেখ পূর্বক মামলায় অভিযুক্ত দেখানো হয়। মামলার বাদি মকসেদ শেখের মৃত্যুর পর তাঁর ছোট ভাই নূর মোহাম্মদ শেখ বর্তমান মামলাটি পরিচালনা করছেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইকে দেওয়া হয় মামলাটি। ফলে অত্যান্ত নিবিড় ভাবে পিবিআই জিহাদ হত্যা মামলার তদন্তকার্য শুরু করে। সর্বশেষ আজ বেলা ১২টার দিকে খুলনার সদর থানা এলাকা থেকে পিবিআই মামলার অন্যতম অভিযুক্ত রেজাউল

নিহত জিহাদ।
নিহত জিহাদ। ফাইল ছবি।

শেখ ওরফে ক্যাবলাকে আটক করে।

কথা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমানের সাথে। তিনি জানান, ধৃত রেজাউল শেখকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। পরবর্তীতে এ মামলায় তাকে আটক দেখানো হয়।

মামলার বাদি ও নিহতের ছোট চাচা নূর মোহাম্মদ জানান, আমার ভাইয়ের ছেলে জিহাদ অত্যান্ত নিরীহ প্রকৃতির। তাকে নৃশংসভাবে হত্যা করে অভিযুক্তরাও ক্ষ্যান্ত হয়নি। আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন মানুষ মারা গেলে তার পৈত্রিক ভিটায় দাফন কার্য করার সুযোগ পায়। অথচ জিহাদের লাশ নিয়ে আমরা গ্রামে দাফন করাতে পারেনি বলে মন্তব্য করেন মামলার বাদি নূর মোহাম্মদ।