খুলনা জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হলেন ইলিয়াস তালুকদার 

97
মোঃ আল আমিন খান, সিনিয়র স্টাফ রিপোর্টার 
রবিবার সকালে মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনার সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানুয়ারী মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, আইন-শৃংখলা পরিস্থিতি, জন নিরাপত্তা বিধান, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সভায় খুলনা জেলার সকল থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবং জন নিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা জেলার জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হন ফুলতলা থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার। এ সময় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায়  সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। ফুলতলা থানায় যোগাদনের পর থেকে ওসি মোঃ ইলিয়াস তালুকদার একাধিক কুলুলেস খুন মামলার আসামি, বড় বড় দাগী চোর, ডাকাত ও মাদক মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন সহ সামাজিক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে তিনি  অবদান রেখেছেন।
ফুলতলা থানার ওসি বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সন্মানে ভূষিত করায়  খুলনা জেলা পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  তবে আমার দায়িত্ববোধ এখন আরও বাড়লো। দায়িত্বরত এলাকা ফুলতলা থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো। পুলিশ হলো জনগনের বন্ধু। সাধারণ মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ দমনে  সকলের সহযোগিতা কামনা করছি।
খুলনা জেলার পুলিশ সুপার বলেন, আমার জেলায় কর্মরত পুলিশ সদস্যদের ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য এ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে সবার মাঝে কাজ করার আগ্রহ আরো বাড়ে।  ভালো কাজের প্রতিযোগিতা করার আগ্রহ যেন বজায় থাকে তাদের ভিতরে। এজন্য আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।