পরাজয়ের খাঁদের কিনারা থেকে  জয়ের আনন্দে বাংলাদেশ

78
 মোঃ জাকারিয়া 

আফগানিস্তানের  বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ৪৯.১ ওভারে ২১৫ গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান। ম্যাচে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, সাকিব,তাসকিন ও শরিফুল যথাক্রমে দুইটি করে উইকেট শিকার করেন। ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের অভিষিক্ত বলার ফাজল ফারুকীর দূর্দান্ত বোলিং এ মাত্র ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক বাংলাদেশ। আর সেই বিপদ থেকে সপ্তম উইকেটে আফিফ ও মিরাজের ব্যাটে ভর করে ১৭৪ রানের রেকর্ড জুটি করে ৭ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১১৫ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেন আফিফ হোসেন। আর মেহেদি হাসান মিরাজ খেলেন ১২৮ বলে ৮১ রানের ইনিংস। আর তাতেই হয়ে যায় নতুন এক রেকর্ড ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ম্যাচ সেরা পুরষ্কার পেয়েছেন মিরাজ আর ম্যাচের ভ্যালুয়েবল খেলোয়াড় হয়েছেন আফিফ। উক্ত জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।