ফুলতলায় কয়লার দুর্গন্ধে কিডনি,শ্বাসকষ্ট, কাশিসহ জটিল রোগির সংখ্যা দু’ডজনের বেশি, কর্তৃপক্ষ ঘুমিয়ে

137

মেহেদী হাসান ইরান (জেলা প্রতিনিধি যশোর)

খুলনা জেলার ফুলতলা উপজেলার ভৈরব নদী তীরে ফুলতলা টু শিকির হাট রোড়ের ঘনবসতি  পূর্ণ অঞ্চল পুরাতলা থানা ঘাট ও মন্দির ঘাট অঞ্চলের কয়লা ব্যবসায়ি দের জন্য এলাকা বাসীদের ক্ষোভ চরমে।স্থানীয় ফরিদ আহম্মদের নিয়োন্ত্রিত জায়গাতে কয়লাব্যবসা হওয়ায় শতশত এলাকাবাসী দিশেহারা। বাচ্চা ও বৃদ্ধদের স্বাসকষ্ট, কাশি,কয়লার গন্ধে হার্টে সমস্যা,প্রতিটি ঘরে ২ থেকে ৫ জন রুগি। রাতে ভারি গাড়ীর আতকে উঠা বিকট শব্দ। দিনে কয়লা ব্যবসায়ীদের ভাডাটিয়া বাহিনীদের উৎপাত সব মিলিয়ে জীবন স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য অভিযোগ ফুলতলার কয়লা ব্যবসাস্থলের আশেপাশের জনসাধারণের। খুলনার ফুলতলা উপজেলার ভৈরব নদীর তীরবর্তী অঞ্চলে প্রভাবশালী কয়লা ব্যবসায়ীদের দৌরত্বে এলাকায় বসবাসকারি ও পথচারির অভিযোগ দীর্ঘদিনের। সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুলতলা খেয়াঘাটের পাশে মন্দিরের নিকটে কয়লার ড্যাম্পের পশ্চিম পাশে জাহাঙ্গীর হোসেনের বাড়ী। তাদের পরিবারের লোকসংখ্যা ১২ জন। জাহাঙ্গীর জানিয়েছেন, সে নিজে স্বাসকষ্টের রোগি প্রায় দু’বছর ধরে। সম্প্রতি কিডনিতে মারাত্মক সমস্যা ধরা পড়েছে তার। মাসে ৭ থেকে ৯ বার কিডনি ডায়ালোসেস করাতে হয়। মাসে ২৫ হাজারেরও বেশি টাকা খরচ করে কোন রকম সে বেঁচে আছে। তিনি আরো জানিয়েছেন, জাহাঙ্গীরের মা মমতাজ বেগম (৭০) তিনিও কয়লার গন্ধে স্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছেন।

জুলেখা বেগম (৬৫) তিনি জানিয়েছেন, গাড়ীর শব্দে রাতে তার ঘুম হয়না। প্রায় দেড় বছর ধরে শ্বাস কষ্টে ভুগছেন তিনি। শিরোমনি স্কুলের সহকারি শিক্ষিকা সোহানি আফরোজ জানিয়েছেন, তার দুটি বাচ্চা, তার শ্বাশুড়ি ও নিজে স্বাস কষ্টে ভুগছেন। আরেক ভুক্তভোগী কবির হোসেন জানিয়েছেন, কয়লার ধুলাবালিতে ঘরের জানালা দরজা খুলতেই পারেনা, বৃদ্ধা মা ও এক মাত্র সন্তান শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গেছে।এলাকাবাসী দাবি করেছে, প্রশাসনের নিরবতায় কয়লা ব্যবসায়ীদের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে। কয়লার গন্ধের ক্ষতিকারক বিষয়ে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডঃ স্বাগত দাস জানিয়েছেন, কয়লার গন্ধে বাচ্চা এবং বৃদ্ধদের ফুসফুস জনিত সমস্যায় শ্বাসকষ্ট বৃদ্ধি পেয়ে থাকে। তবে কিডনি বা হার্টের সমস্যা কয়লা জনিত সমস্যা না। তিনি আরো জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এ সমস্যা নিয়ে হাসপাতালে বেশি শিশু ও বয়স্কব্যক্তিগণ চিকিৎসা নিতে  আসছে। কয়লার গন্ধ ও ধোয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতির একটা দিক রয়েছে।

এবিষয়ে ফুলতলা উপজেলার  ৪ নং ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান বাশার হোসেন জানিয়েছেন, কয়লার ধুলাবালিজনিত সমস্যায় যারা আছেন তাদের সে সমস্যা সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সচেতন মহল দাবি করেছেন, দেশ উন্নয়নের জন্য শিল্প অঞ্চল বাড়ানোর বিকল্প নেই তবে সকলের সুবিধার কথা ভেবে পরিকল্পিতভাবে নিয়ম মেনে কাজ করলে কেহই সমস্যায় ভুগবেনা।