খুলনায় প্রতিপক্ষের হামলায় ফটো সাংবাদিক গফফার আহত

44

স্টাফ রিপোর্টার :

খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন চিত্র সাংবাদিক আব্দুল গফফার। সোমবার সকালে এই ঘটনার পর তাকে খুলনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। প্রতিপক্ষেও লোকজন হাসপাতালে গিয়েও দ্বিতীয় দফায় হামলা চালালে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় আব্দুল গফফারের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে আব্দুস সাত্তারসহ ৪ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।
আহত সাংবাদিক আবদুল গফফারের স্ত্রী কোহিনুর বেগম ও স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার সকাল আটটার দিকে পৈতৃক সম্পত্তির উপর যাতায়াতের রাস্তা করার সময় প্রতিপক্ষ শেখ আব্দুস সাত্তার ও তারপুত্র রাকিবুল ইসলাম রাহাতসহ একটি দল লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার বুক-পেট ধারালো অস্ত্রে কেটে যায় এবং তিনি মাথায় আঘাত পান। দ্রুত তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা আবার হাসপাতালে ঢুকে মারপিট শুরু করে। এ সময় ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে (কোহিনুর বেগম) এবং তার ভাইয়ের ছেলে এ্যাডভোকেট এসএম আজমির হামজা জেমসকেও মারধর করে। দ্রুত ট্রিপল নাইনে কল দিলে পুলিশ এসে হামলাকারী আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনার পর পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন জানিয়ে সাংবাদিক আব্দুল গফ্ফার বলেন, আসামিদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ একাধিক মামলা রয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং তার নিরাপত্তা দাবি করেছেন।
উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল গফফার ও আবদুল সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আব্দুল গফফার আদালত থেকে ডিগ্রীপ্রাপ্ত হলে একের পর এক হামলার ঘটনা ঘটছে।