যশোর ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ আটক ২

89

চীফ রিপোর্টারঃ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভিন্ন দুইটি অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে বেনাপোল থানা এবং শার্শা থানার পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (১১জুন) বিকাল ৪টা বেজে ৩০ মিনিটে  ডিবি পুলিশ যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই এসএম ফুরকান, এএসআই মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী পশ্চিমপাড়া ধৃত আসামীর নিজ বসতবাড়ি থেকে আসামী মোঃ আজহারুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-শিকড়ী (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার  করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ৩০,০০০/-টাকা।এ সংক্রান্ত বিষয়ে এএসআই(নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

একইদিন দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটে ভিন্ন আরও একটি অভিযানে ডিবি পুলিশ যশোরের এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর চৌগাছা থানাধীন বাদেখানপুর গ্রাম থেকে ধৃত আসামির বসত ঘরের উঠানের উপর থেকে আসামী  মোঃ মিলন হোসেন (৩১), পিতা-নুর ইসলাম, মাতা-বিলকিচ খাতুন, সাং-বাদেখানপুর পূর্বপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর কে ৭৫০ (সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার  করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ২২,৫০০/-টাকা।এ সংক্রান্ত বিষয়ে এএসআই (নিঃ) ইমদাদুল হক বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেন।