সিলেটের পানিবন্দি মানুষের পাশে বিএমএসএস

57

ডেক্স রিপোর্ট।

সিলেট সহ আশেপাশের জেলাগুলোতে এখন পানি থৈ থৈ করছে। দীর্ঘ একমাস ধরে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। খাদ্য অনাহারে দিন কাটিয়ে এখন মৃত্যুর প্রহর গুণছে অনেকে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন গুলো বন্যার্তদের পাশে এসে দাঁড়িছে। তার ধারাবাহাকিতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএম এস এস) পানি বন্দি মানুষকে খাবার, ঔষধ সহ বিশুদ্ধ পানি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। সংগঠনটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদারের নেতৃত্বে একটি টীম সিলেটে বানভাসি মানুষের পাশে গিয়েছেন।

সিলেট এর বিভাগীয় কমিটি সহ অন্যান্য সংবাদকর্মী সহ নেতৃবৃন্দের সহযোগিতায় সংগঠনটি দুর দুরান্তে বন্যার্তদের খাবার সামগ্রী সহ ঔষধ ও বিশুদ্ধ পানি দিয়েছেন। অসহায় মানুষের পাশে মানবিকতার হাত প্রসার করার জন্য সিলেটের বিভিন্ন পেশার মানুষ সংগঠনটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য বিমএসএস এর পক্ষ থেকে ৩০শে জুন ১ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার ও ১ জুলাই খাবার স্যালাইন, ঔষুধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।