পবিত্র ঈদুল আজহার চারদিনের ছুটি শেষে খুললো অফিস-আদালত

27

পবিত্র ঈদুল আজহার চারদিনের ছুটি শেষে আজ মঙ্গলবার অফিস, আদালত, ব্যাংক, বীমা ও শেয়ারবাজার খুলেছে। সকাল ১০টায় থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালত খুলেছে। তবে প্রায় সব অফিসেই বিরাজ করছে অনেকটা ছুটির আমেজ। অফিস-আদালত অনেকটাই ফাঁকা। সরকারি ছুটি শেষ হলেও এখনো অনেকে অফিসে যোগ দেননি। বাড়তি ছুটি নিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন তারা।

গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়। গত রোববার (১০ই জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনি, রবি ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি।
গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।