ডুমুরিয়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

53

ইনসাফ আহমেদ পলক (চীফ রিপোর্টার)ঃ 

খুলনার ডুমুরিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৫২,০০০/- টাকা জরিমানা আদায় করে।অভিযানটি সোমবার (১৮ জুলাই) দুপুর ১১.৩০ হতে  ২.০০টা পর্যন্ত অব্যাহত থাকে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

উক্ত অভিযানে নোংরা ও অস্বাস্ত্যকর পরিবেশে মিষ্টি  প্রস্তুত ও সংরক্ষণ এবং গরুর দুধের পরিবর্তে প্যাকেটজাত গুড়া দুধ ব্যবহার করে দই তৈরি করায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং ঘি এর মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না করায় ফারদিন মিষ্টি মেলাকে ২,০০০/-(দুই হাজার) টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।উক্ত অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং জনসাধারণকে সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরোমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।