ফুলতলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,০৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

209
ইনসাফ আহমেদ পলক (চীফ রিপোর্টার)ঃ
 খুলনার ফুলতলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করে।অভিযানটি মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১১.০০ হতে  ২.০০টা পর্যন্ত অব্যাহত থাকে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উক্ত অভিযানে বেকারী খাদ্যে অনুমোদনহীন রং,ফ্লেভার,নোংরা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় মোল্লা বেকারীকে

৫,০০০/-(পাচ হাজার) টাকা, নিউ চাদপুর বেকারীকে ১০,০০০/-(দশ হাজার) টাকা ও এইচ আর ফুডকে ৫,০০০/- (পাচ হাজার)টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ ২০,০০০/- (বিশ হাজার) টাকা। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং জনসাধারণকে সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরোমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।