ফকিরহাটে নারীসহ চার মাদককারবারি আটক, ইয়াবা ও গাজা উদ্ধার

58
বাদশা আলম।। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পৃথক দুইটি অভিযানে নারীসহ ৪ মাদক কারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভদিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সনজীব কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার তেকাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের দুইজনের কাছে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, শুভদিয়ার তেকাটিয়া গ্রামের মৃত আবুল কালাম শেখের স্ত্রী মোসা. নীলা বেগম (৫১) ও একই এলাকার মো. শওকত শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৩৫)। পুলিশ জানায় জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারি।
এব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে  যার নং ৫ তারিখ ৬/৮/২২ বলে জানান ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।
অপরদিকে, বাগেরহাট ডিবি পুলিশ এক বিশেষ অভিযানে শুক্রবার বিকালে বেতাগা এলাকা থেকে গাজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার বেতাগা গ্রামের বরুন দাশের ছেলে গোপাল দাশ ওরফে বাধন (২৭) ও একই এলাকার হারুন অর রশিদের ছেলে তানভির শেখ (২৬)। এসময় তাদের দেহ তল্লাশী করে ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করে।
বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারি বলে তিনি জানান।