ফুলতলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

69
এস এম মমিনুর রহমান, স্টাফ রিপোর্টার।
খুলনার ফুলতলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলতলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে সভায় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
 এ সময় উপস্থিত ছিলেন দিপা রানী সরকার সহকারি কমিশনার ভূমি, ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার কর্মকর্তা ইলিয়াস তালুকদার, খানজাহান আলী থানা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রত্না মন্ডল (এসইএলপি), আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্লা জেলা ও আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসলাম খান ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান ফুলতলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাপস বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আবু তাহের রিপন প্রমুখ। এসময় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।