অভয়নগর ও শার্শায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রতারনা মামলা।

79

মেহেদী হাসান ইরান,জেলা প্রতিনিধি (যশোর)

যশোর জেলার শার্শা উপজেলার ৯ নং উলুশি ইউনিয়ন ও অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নে প্রতারনার অভিযোগ এনে যশোরের বিঙ্গ সিনিয়র  জুডিশিয়াল শার্শা আদালত ও অভয়নগর সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। স্ত্রী সহ অন্যন্য আসামীদের নামে স্ব স্ব স্বামীরা উক্ত মামলা করেছে বলে খবর পাওয়াগেছে। জানাগেছে অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের আঃ হালিম বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস তার স্ত্রী ঝুমুর বেগমের নামে অভয়নগর জুডিশিয়াল ম্যজিষ্ট্রিট আদালত যশোরে এ মামলা দায়ের করেন। মাসলা নং সি আর ৪৯৬/২২ ধারা ৪০৬,৪২০,১১৪। তারিখ ১৭/০৭/২২ মামলা সূত্রে জানাগেছে  ১২/০৮/১৯ তারিখে ঝুমুর বেগম(১৯) তথ্য গোপন করে কুমারি সেজে ৩য় স্বামী হিসাবে বিবাহ করে বাশুয়াড়ী মিলোন(২৪) বিশ্বাসকে। মামলাসূত্রে আরো জানাযায় মিলন বিঃ তার গরু বিক্রয় ও কিস্তির লোনে তোলা গচ্ছিত টাকা ও ঝুমুর বেগমের শ্বশুড়ির প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে পালিয়েছে। মামলা টি বিঙ্গ আদালত পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পি বি আই কে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ প্রদান করেছেন।অন্যদিকে যশোরের শার্শা উপজেলার ৯নং উলশি ইউনিয়নের চটকাপোতা গ্রামের মৃত মুজিবুর রহমান ঢালির ছেলে হাসানুর রহমান ঢালী (৩৪) প্রতিবেশী উলুসি গ্রামের বুলু শিকদারের মেয়ে রুমা খাতুন(২৫) কে ভালোবেসে বিয়ে করে।বিয়ের পর স্বামীর সাথে প্রতারনা করায় স্ত্রী সহ ৩ সহযোগির বিরুদ্ধে স্বামী হাসানুর আদালতে মামলাকরেন। মাসলা নং ৩৩৯/২২ ধারা ৪২০,৪০৬,৫০৬(২)১১৪ তারিখ ১৪/০৮/২২।  মামলা সূত্রে জানাযায় হাসানুর তার স্ত্রী রুমা খাতুন কে তার পৌত্রিক জমি থেকে ১৬.৬০ শতক জমি লিখে দেয় ও ব্যবসায়ী পাটনার হিসাবে ক্যবল ব্যবসার দুই টি শিয়ার লেখেদেয়। মামলা সূত্রে আরো জানাযায় বিয়ের কিছুদিন পরে সাংসারিক বনিবনাত না হওয়ায় স্ত্রী কে ৬ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসা ও জমি ফেরত দেওয়ার শর্তে স্বামী হাসানুর ধ্রুত স্ত্রীকে পাকড়াও করার চেষ্টা করে। তবে স্ত্রী চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিলে ও জমি কিম্বা ব্যবসা কোনটিই আর ফেরত না দেওয়ায় হাসানুর এ মাসলা করে। মাসলা নং সি আর ৩৩৯/২২ ধারা ৪২০,৪০৬,৫০৬(২),১১৪  তারিখ ১৪,০৮,২২ মামলা টি বিঙ্গ আদালত পুলিশের সি আই ডি বিভাগ কে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য আদেশ প্রদান করেছেন।