ফুলতলা রি ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ (অনুসন্ধানী ১)

365

ডেক্স রিপোর্ট।

খুলনার ফুলতলা উপজেলা একমাত্র শতবছর বয়সী বিদ্যাপীঠ রি ইউনিয়ন স্কুল এন্ড কলেজ। বিদ্যালয়ে লেখা পড়ার মান সহ সব কিছুই ভাল। তবে খারাপের হাতছানি আসে নিয়োগ পরীক্ষা আসলে। বিদ্যালয়ে সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় অর্থ বানিজ্যের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন কর্ণার থেকে। বিস্তর অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেখা যায়, ম্যানেজিং কমিটির এক বির্তকিত সদস্যের নেতৃত্বে মূলত নিয়োগ বাণিজ্যের ভাগবাটোয়ারা হয়ে আসছে , এমন মন্তব্য স্থানীয়দের। তথ্যমতে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর তরিঘরি করে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয় । তবে বিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে ফুলবাড়ীগেটস্থ

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানেই শেষ নয়। রহস্যের আদ্যোপান্ত এখনও বাকি। বিদ্যালয় সূত্রে জানা যায়, মোট ৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তবে এদের মধ্যে ৩জন সাজানো একই পরিবারের ও আত্মীয় ডেকে এনে পরীক্ষা দেওয়ানো হয়। পরীক্ষার ৩ মাস আগে থেকেই কে টিকবে তার ছক আঁকা হয়। সেই সংক্রান্তে একাধিক কল রেকর্ড সি আই এন টিভি ২৪ এর কাছে আসে। স্বয়ং ম্যানেজিং কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ল্যাব অপারেটর পদে স্কুলের লাইব্রেরীয়ান মঈনউদ্দিন ওরফে ময়নার ছেলে মেজবাহ উদ্দিন মাহিমকে অনেক আগে থেকে সিলেক্ট করা হয়েছে এবং ওর (মাহিম) বাবার কাছ থেকে কয়েকদফা মোটা অংকের টাকা নেওয়া হয়েছে। দিন শেষে সেই টাকার ভাগবাটোয়ারা নিশ্চিন্তে হয়ে গেছে। শুধু কম্পিউটার অপারেটর পদে নয়। এই স্কুলে সাম্প্রতিক যে কয়েকটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে তার প্রত্যেকটিতে উত্তীর্ণ ক্যান্ডিডেট টাকা দিয়েছে বলে চাকরি হয়েছে এমন তথ্য চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আগামী প্রতিবেদনে বিস্তারিত আসছে……….