যশোর ডিবি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র কারখানার সন্ধান , বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

220

ইনসাফ আহমেদ পলক (চীফ রিপোর্টার)ঃ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র কারখানার সন্ধান উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
১৩ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ঃ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এসআই সোলাইমান আক্কাস, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম বারান্দিপাড়া সাকিনস্থ রাঙ্গামাটি গ্যারেজের পার্শ্বে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ভিতর হতে আগ্নেয়াস্ত্র তৈরির সময় হাতেনাতে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হল (১) আঃ আজিজ (৪৪), পিতামৃত- এলাহি বক্স, সাং- বেজপাড়া আকবরের মোড়, (২) কুদ্দুস আলী (৩০), পিতা- আহম্মদ আলী, সাং- বাহাদুরপুর মধ্যপাড়া, (৩) সুমন হোসেন (২৫), পিতা- ফারুক হোসেন, সাং- বাহাদুরপুর পার্কের মোড়, সর্বথানা- কোতয়ালী, জেলা-যশোর।

উক্ত অভিযানে (১) ০২টা দেশীয় ওয়ান শুটারগান, (২) ০৩টা ৭.৬৫ পিস্তলের রিকয়েলিং স্প্রিং ও ব্যারেল সংযুক্ত স্লাইডার, (৩) ০৩টা ৭.৬৫ বডি ও ০৩টা হাতল, (৪) ৭.৬৫ পিস্তলের ০৮টা ম্যাগজিন, (৫) ০১টা গ্লান্ডার মেশিন, (৬) পিস্তলের গ্রিপ তৈরির ফাইবার ০৭টা, (৭) পিস্তলের সেফটিক লক ০১টা, পিস্তল তৈরির চ্যানেল ০৪টা, ০৭টা স্প্রিং, (৮) ০৫ রাউন্ড কার্তুজ, (৯) একটা ড্রিল মেশিন উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের আড়ালে আগ্নেয়াস্ত্র, গুলি প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

এ সংক্রান্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা দায়ের করে পুলিশ। মামলা নং- ৪৮, তাং- ১৪/১০/২২।