খুলনায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

31

খুলনায় ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়) প্রকল্পের ৪১ নং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের ৮, ৯, ১০, ১১ এবং ১৫ নং ওয়ার্ড পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর দি পুওর (সিডোপ) এর উদ্দোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষন কার্যক্রম চলছে। পরিদর্শন শেষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রকল্প পরিচালক মো: মনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না, সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সিডোপ এর নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস সহ প্রকল্পের কাজে নিয়োজিত ৯ টি এনজিও এর নির্বাহী পরিচালকগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখিত কেন্দ্রে ২০ জন শিক্ষার্থী ৬ মাস ব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে বর্তমানে ৪ মাস ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে ব্লক বাটিক এন্ড এমব্রয়ডারী শিক্ষা গ্রহণ করছে।