ঘূর্ণিঝড় ‘সিতরাং’ বাংলাদেশে আঘাত হানবে মঙ্গলবার ভোরে, মংলায় ৭নং সতর্ক সংকেত

54

থাইল্যান্ডের পাতা ঝরে পড়বে বাংলাদেশে। বিষয়টি যতই কাব্যিক শোনাক, বাস্তবে কিন্তু মোটেই তা নয়। থাইল্যান্ডের নামকরণ করা ‘সিতরাং’ আছড়ে পড়বে বাংলাদেশে। বাংলাদেশের একটি দ্বীপ সন্দ্বীপে আছড়ে পড়বে সিতরাং। যাওয়ার সময় ভারতের কুমিরমারি, বাংলাদেশের তিনকোনিয়া দ্বীপকে ছুঁয়ে যাবে সিতরাং। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ল্যান্ডফলটি হতে পারে। এর ফলে ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের কর্ণধার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মানবজমিনকে জানিয়েছেন যে, আম্ফানের মতো বিধ্বংসী হবে না এই ঝড়। তবে সুন্দরবন অঞ্চলে গাস্টিং স্পিড ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। কলকাতার বুকে ঝড়ের গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া ঝড়ের মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা কম।