ফকিরহাটে  শিক্ষক দিবস-২০২২  উপলক্ষে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত 

32
বাদশা আলম। ফকিরহাট প্রতিনিধি ।
ফকিরহাটে শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদ ও মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা মোড় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফকিরহাটের সরকারি শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
স্মার্ট ফকিরহাট বিনির্মানে শিক্ষকদের ভুমিকা শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারের সম্মানিত অতিথি ও প্রবন্ধ উপস্থাপক খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সেখ ফিরোজ আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার আশীষ নন্দী।
সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক শিক্ষিকা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সেমিনারে পুরস্কারও প্রদান করা হয়।