উপকূলের প্রান্তিক চিংড়ি খামারিদের ৭ দাবি ফোয়াবের উদ্যোগে প্রান্তিক চাষিদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

12

খবর বিজ্ঞপ্তি
উপকূলের তৃণমূল পর্যায়ের চিংড়ি খামারিদের সমস্যা নিরসনে সংগঠিত ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব)। খুলনার উপজেলা পর্যায়ের চিংড়ি খামারিরা ফোয়াবের ব্যানারে ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার স্মারকলিপিটি প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য খুলনার জেলা প্রশাসকের হাতে প্রদান করেন প্রান্তিক খামারি ও ফোয়াবের নেতৃবৃন্দ। রপ্তানিযোগ্য মৎস্য, চিংড়ি ও মৎস্য পোনা উৎপদনকারী খামার মালিকদের বঞ্চনা হতে মুক্তির প্রেক্ষিতে প্রান্তিক খামারিদের সমন্বিত উদ্যোগে এই দাবি ৭টি উত্থাপিত হয়
স্মারকলিপিতে উল্লেখিত দাবি ৭টি হলো, মৌসূমের আপদকালীন সময় সরকারিভাবে রপ্তানিযোগ্য মাছ ও চিংড়ি খামারিদের নিকট থেকে ক্রয় করতে হবে, আন্তর্জাতিক বাজারের মূল্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ও মৎস্য অফিসের মাধ্যমে উৎপাদনকারী ও রপ্তানিকারকদের নিয়ে নির্ধারণ করতে হবে, প্রক্রিয়াজাতকারী কারখানা যাতে পুশ চিংড়ি অশুভ সিন্ডিকেটের কাছ থেকে না নেয় সেজন্য মনিটরিং জোরদার ও পুশকারীদের তালিকা প্রণয়ন, লাইসেন্স বাতিল ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক রপ্তানিতে প্রলোদনা ও মাছ ও চিংড়ি ক্রয়ে স্বল্প সুদে ঋণ পায় তাই মাছ ও চিংড়ি নগদ মূল্যে ক্রয় করতে হবে, কৃষির ন্যায় এই সেক্টরের বিদ্যুৎ বিল সরবরাহ করতে হবে, রোগমুক্ত (এসপিএফ) পোনা সরবরাহ নিশ্চিত করতে হবে এবং মৎস্য ও চিংড়ি রপ্তানিতে আইনী বাধা দূর করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোয়াবের কেন্দ্রীয় সভাপতি মৎস্য বান্ধব ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা শামসুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক শেখ সাকিল, পাইকগাছা উপজেলা চিংড়ি খামারু মালিক সমিতির সভাপতি মো: মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, মো: সাজ্জাত, ফেয়াবের জেলা আহ্বায়ক অধ্যক্ষ অনরুদ্ধ বাহাদুর, সদস্য সচিব নাসিরুল্লাহ হিরা, ফোয়াবের বটিয়াঘাটার আহ্বায়ক পঞ্চানন গাইন, ডুমুরিয়া বড়ডাঙ্গা মডেল প্রকল্পের মৃন্ময় গাইন, রূপসার সদস্য সচিব মো: আলী হোসেন, পাইকগাছার তালতলা ক্লাস্টার চিংড়ি চাষি সমিতির সভাপতি প্রীতিষ মন্ডল, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপপতি বিকাশ বিশ^াস, রবিউল ইসলাম, বিপ্লব কবিরাজ, সমীর হালদার, মফিজুল ইসলাম, অজিত মন্ডল, সমীর হালদার ও তপু মন্ডল।