কর্তৃপক্ষ সব জেনেও নিরব, ফুলতলা উপজেলা ভূমি অফিসের মুক্তি আজাদ ধরা ছোঁয়ার বাইরে

187

আবু হামজা বাঁধন, ডেক্স রিপোর্ট।।
খুলনার ফুলতলা উপজেলার প্রসেস সার্ভার মুক্তি আজাদ দীর্ঘ দিন যাবৎ সীমাহিন অনিয়ম করে আসছে। সাম্প্রতিক তার দুটি কল রেকর্ড এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ওই ভিডিও ক্লিপে দেখা যায় তিনি ১ এর ১ খতিয়ানের জমি মিউটেশন করে দেওয়ার জন্য ৫০ হাজার টাকার দাবি করেন । এছাড়া মুক্তি আজাদ ভূমি অফিসে উদ্ধোতন কর্মকর্তারা পরিদর্শনে আসলে আগে ভাগে দালালদের ফোন করে সতর্ক করে ভূমি অফিসে না আসার জন্য। খুলনার জেলা প্রশাসক অবগত রয়েছে তার এই অনিয়মের বিষয়। তবে দীর্ঘ দিন অতিবাহিত হলেও কোন এক অজানা কারণে মুক্তি আজাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ভূমি অফিসের অনিয়ম বন্ধে ভূমি মন্ত্রী নিজেই সোচ্চার হয়েছেন তারপরেও প্রান্তিক জনগোষ্ঠি ভূমি অফিসগুলোতে কোন সেবা নিতে আসলে মুক্তি আজাদারে মত কর্মচারিদের কাছে দিনের পর দিন হয়রানি হচ্ছে।  এছাড়া ফুলতলা উপজেলায় একটানা ৩ বছরের বেশি কাজ করে যাচ্ছে। বদলি না হওয়াতে একক আধিপত্য বিস্তার করেছে মুক্তি আজাদ। ভুক্তভোগিরা এই অসাধু কর্মচারির বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে খুলনা সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের কাছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, তাঁর (মুক্তি আজাদ)  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।