CINtv24 এর অনুসন্ধানী রিপোর্টে ফুলতলার প্রসেস সার্ভার ‍মুক্তি আজাদকে শোকজ

164

আবু হামজা বাঁধন।।

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সি আই এন টিভি২৪ এর দুই পর্বের অনুসন্ধানী রিপোর্ট হয় ফুলতলা উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার মুক্তি আজাদের বিরুদ্ধে। রিপোর্টটি খুলনা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি মুক্তি আজাদকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজের নির্দেশনা প্রদান করেন আরডিসি জয়দেব চক্রবর্তীকে।

রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), খুলনার স্বাক্ষরিত ১২০৮/১(৪) নং স্মারক সূত্রে জানা যায়, ১নং খতিয়ানের জমি নামজারি করার জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) দাবি করেন মুক্তি আজাদ। যা সরকারী কর্মচারির উপর অর্পিত কর্তব্যর চরম অবহেলা এবং অসাদচারণের শামিল। ওই চিঠিতে আরও উল্লেখ হয়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে প্রসেস সার্ভার মুক্তি আজাদকে।

তথ্যমতে, দীর্ঘ দিন যাবৎ সাবেক সার্ভেয়ার মিজান ও ‍মুক্তি আজাদ যোগসাজস করে ফুলতলা উপজেলা ভূমি অফিসে নানা অনিয়ম করে আসছিল। বিষয়টি নিয়ে প্রথমে সার্ভেয়ার মিজানকে কর্তৃপক্ষ শাস্তিমূলক বদলি করেন মেহেরপুর গাংনি উপজেলায়। পরবর্তীতে মুক্তি আজাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যেগ নেন কর্তৃপক্ষ। তবে রহস্যজনক কারণে মুক্তি আজাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে খুলনার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক যোগদানের পর তাঁকে বিষয়টি অবগত করলে তিনি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

বর্তমান ফুলতলা উপজেলা ভূমি অফিসের নতুন এসিল্যান্ড মোহাম্মদ ইউসুফ যোগদানের পর থেকে নিয়ম শৃংখলার মধ্যে ফিরে এসেছে পুরো ভূমি অফিস। এখন দালালের দৌারত্ব নেই বললেই চলে।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ভূমি অফিসে কোন অনিয়ম থাকবে না। সেবা প্রত্যাশীরা সহজেই তাদের সেবা পাবেন। তবে জেলা প্রশাসকের রদবলের কারণে মুক্তি আজাদের বিষয়টি কিছুটা ধীর গতি হয়।

আরডিসি জয়দেব চক্রবর্তী মুঠোফোনে বলেন, মুক্তি আজাদকে কারণ  দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে জেলা প্রশাসক মহোদয়।