কাপছে খুলনা

115

আবু হামজা বাঁধন।। ডেক্স রিপোর্ট।।

খুলনা কাপছে। তবে সেটি তীব্র শীতে। সারা দেশের ন্যায় শীত জেঁকে বসেছে শিল্প নগরী খুলনাতে। গত দুই দিন ধরে মানুষ প্রায় ঘরবন্দি রয়েছে। আজ শনিবার খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩° ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্র আরও কমে ১১° ডিগ্রিতে নামতে পারে বলে আবাহওয়া সূত্রে জানা যায়। তীব্র শীতে জনজীবন চরম ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। সারা দিন সূর্যের আলো না থাকায় রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা। মাঝে মধ্যে দুরপাল্লার কিছু যানবাহন ছাড়া তেমন কোন গণপরিবহনের চাপ  লক্ষ করা যায়নি। খুলনার ৯টি উপজেলার মধ্যে ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা ও তেরখাদায় শীতের প্রকট আরও চরমে ।

শীতের এই তিব্রতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে রোগির ভীর ছিল চোখে পড়ার মত। তবে আগামীকাল রোববার শীতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানা যায়।  শীতের তীব্রতা যতক্ষন পর্যন্ত স্বাভাবিক না হয়, ততক্ষন মানুষ শীতের কাছে হার মেনে থাকতে বাধ্য হবে। শীতের প্রকটে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষগুলো। শীতের এই তীব্র আগমনিতে গ্রামের পাড়া মহল্লা, শহরের অলিগলি মানুষ শীত নিবারন করার জন্য কাঠ পাতায় আগুন ধরিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। শীতের প্রখরতা এখন খুলনাসহ সারা দেশের মানুষের মাঝে আতংকের একটি বার্তা। তাই প্রতিটি মানুষ প্রকৃতির উপর ভরসা করে আছে কখন শীতের তীব্রতা কমবে।