ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের দায়ে এক যুবককের কারাদণ্ড

26

বাদশা আলম, ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে বাল্য বিবাহের দায়ে এক যুবককের এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এই কারাদন্ড দেন। কারাদন্ড প্রাপ্ত ছাব্বির হোসেন (২১) খুলনার তেরখাদা উপজেলার কোদলা গ্রামের মোস্ত সেখের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাব্বির বাহিরদিয়া গ্রামের মুন্নি আক্তার (১৫) নামে দশম শ্রেণির ছাত্রী কে ফুসলিয়ে নিয়ে এক হুজুরের মাধ্যমে পালিয়ে বিয়ে করে।
এই ঘটনায় মেয়ের মা হালিমা আক্তার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের দ্বারা তেরখাদা থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এসময় স্ত্রীর দাবী করা ছাব্বির হোসেন ফকিরহাট আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। এসময় মেয়ে মুন্নিকে তার মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেন।