খানজাহান আলী থানা প্রেস ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

267

ডেক্স রিপোর্ট।।

খুলনার খানজাহান আলী থানা প্রেস ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন শনিবার দুপুরে শিরোমনিস্থ খানজাহান আলী কলেজে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও শাহাদাৎ হোসেন শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় হ্যামকো গ্রুপের পরিচালক আলহাজ্ব কবির হোসেন তালুকদার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন আইয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস ভূইয়া (সিআইপি)। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী এস এম মনিরুজ্জামান মুকুল, সমাজ সেবক আলহাজ্ব মোড়ল আঃ সোবহান, দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার খুলনা ব্যুরো আবু দাউদ ইমরান, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন, সিআইএনটিভি২৪ সম্পাদক আবু হামজা বাঁধন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহান আলী কলেজের অধ্যক্ষ এস এম এ দাউদ, এম এম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস , শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন, ডাক্তার আলাউদ্দিন সিকদার, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান বাবুল, ইনসাফ আহমেদ, আল আমিন খান, মাবিয়া রহমান,  শেখ জিল্লু, মাসুদ , শেখ ইউনুস আলী, মামুন (প্রমুখ)।

উল্লেখ্য, আলোচনা সভাশেষে সমাজ ও রাষ্ট্রের প্রতি বিশেষ অবদান রাখার জন্য ৯জনকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট প্রদানের পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব শেখ আকরাম হোসেন প্রেস ক্লাবটিতে ৫০ হাজার টাকার অনুদান ঘোষনা করেন। এছাড়া প্রেস ক্লাবের অন্যতম অনুরাগী মনিরুজ্জামান মুকুল সাংবাদিকদের ব্যবহারের জন্য বিশেষ ক্যামেরা প্রদান করার অঙ্গীকার প্রদান করেন । এছাড়া স্বাগত বক্তব্যে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীণ সেক্রেটারী শেখ আসলাম হোসেন প্রতিনিধি সম্মেলন ও প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দরভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শেখ আসলাম বলেন, আগামীতে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সকলকে একসাথে নিয়ে প্রেসক্লাবটি মজবুতভাবে ঐক্যর প্রতীক হিসেবে সারা খুলনার বুকে তুলে ধরা হবে।