অভয়নগরের বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য বন্ধে UNO’র কাছে অভিযোগ

50
মেহেদী হাসান ইরান, জেলা প্রতিনিধি যশোর। 
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ সন্মলনী মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর মোট ৪ জন কর্মকর্তা নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগে নিয়োগ বোর্ড বন্ধ করতে স্থানীয়রা একই উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে বলে খবর জানাগেছে। আবেদন থেকে জানা যায় স্কুলের সভাপতির ভাইয়ের স্ত্রী মৌসুমী ইসলাম, বিদ্যুৎসাহী বাবুল ঠাকুরের ছেলে প্রান্ত ঠাকুর অফিস সহকারী পদে,স্কুল কমিটির সদস্যের স্ত্রী প্রীতিলতা আয়া পদে,সভাপতির বড় ভাইয়ের ছেলে বাইজিত নিরাপত্তা কর্মী পদে বিপুল পরিমান টাকায়  নিয়োগ পেতে প্রহসন মূলক নিয়োগ বোর্ড গঠন করেছে।
অভিযোগ পত্র থেকে আরো জানাযায় আগামী ১০ ই ফেব্রুয়রী স্কুল ভবনেই এ নিয়োগ পরীক্ষার ভাইভা ও লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের চিঠি প্রদান করেছেন প্রতিষ্ঠান।এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহিতোষ বিশ্বাস জানিয়েছেন নিয়োগ বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে, তাছাড়া তিনি আরো জানিয়েছেন ৪০ জনের অধিক প্রার্থী আবেদন করেছে,তাদের মধ্য হতে মেধা এবং যোগ্যতা অনুযায়ী প্রথম থেকে নিয়োগ পাবে।
নিয়োগ বিষয়ে স্কুলের সভাপতি খালিদ হাসান খান জানিয়েছেন একটি মহল স্কুল এবং কমিটির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে তবে নিয়োগ কার্যক্রমের জন্য কোন অর্থের লেনদেন হচ্ছে না।