খুলনার ফুলতলায় ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

59
এসএম মমিনুর রহমান
জাতীয় কৃষক সমিতি খুলনা জেলার সম্মেলন ২০২৩ শুক্রবার বিকাল চারটায় ফুলতলা সরকারি মহিলা কলেজের কমরেড হাফিজুর রহমানের স্মৃতি মিলন আয়তন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক গৌরাঙ্গ প্রসাদ রায় এর সভাপতিত্বে  খুলনা জেলার কৃষক নেতা মাস্টার সন্দীপন রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির অন্যতম কেন্দ্রীয় কৃষক নেতা নুর আহমেদ বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আনসার আলী মোল্লা, জনাব দীপঙ্কর সাহা দিপু, শেখ মফিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো কৃষি জমির উপর খোদ কৃষকের অধিকার, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ সমবায় ভিত্তিতে কৃষি খামার সার তেল সকল কৃষি উপকরণের দাম কমানো ভেজাল সার বীজ কীটনাশক তৈরি কারীদের লাইসেন্স বাতিল ও শাস্তির আওতায় আনা, কৃষকের উৎপাদিত ফসল বিক্রির জন্য স্বতন্ত্র বাজার ব্যবস্থাপনা এবং সেই সঙ্গে খুলনা জেলার বৃহত্তম বিল ডাকাতিয়ার আসন্ন জলবদ্ধতা নিরসনে নদীর পানি অপসারণে দুর্নীতি মুক্তভাবে কার্যকরী ব্যবস্থা, কৃষকদের কৃষি লোন প্রাপ্তির ক্ষেত্রে অহেতুক হয়রানি বন্দ, আবাসিক এলাকার সকল প্রকার স্থাপনার সৃষ্টির পায়তারা বন্দ, ফসল যথাসময়ে বাজারজাত করণের জন্য পটিয়াবান্দা থেকে মুজার ঘুটা পর্যন্ত রাস্তাসহ তম প্রধান বুড়ির খাল  গভীরভাবে ৮০ ফুটে খাল খনন এবং ৮০ ফুট খালের সঙ্গে সংযোগকৃত সকল খাল গভীরভাবে খনন বিলে লোনা পানি উঠানো বন্ধ মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পেতে সরকারি খাল – নালের অবৈধ দখল উচ্ছেদকরে অভয়শ্রাম গড়ে তোলা, সর্বোপরি ভূমি অফিসের দুর্নীতি বন্ধে সরকারের কছে দাবি নিয়ে বক্তব্য রাখেন সেলিম আক্তার সেলিম, রেজওয়ান আলী খান প্রমুখ