সাবেক ইউপি সদস্য হুমায়ুনের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ

172

মামুন মোল্যা। খানজাহান আলী থানা প্রতিনিধি।।

খুলনার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল কবির হুমায়ুনের বিরুদ্ধে এক ব্যবসায়িকে মারধর করার বিষয় নিয়ে খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকাল ১১টার দিকে আফিলগেট বাজারের কাঁচামাল ব্যবসায়ি কামরুজ্জামান ফকির (৫৬) কে পথরোধ করে সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির সহ অজ্ঞাত ২/৩ জন যুবক মারপিট করে । এছাড়া জীবন নাশের হুমকি ধামকি প্রদান করে। বিষয়টি নিয়ে ৪ জুলাই মঙ্গলবার কামরুজ্জামান খানজাহান আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও হুমায়ুন কবির কামরুজ্জামানকে বিভিন্ন সময়ে শাসিয়ে আসছিল বলে ভুক্তভোগী সূত্রে জানা যায়। অভিযোগের বিষয় খানাজাহান আলী থানার ডিউটি অফিসার এস আই নুসরাত মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

উল্লেখ্য, জমিজমা সংক্রান্তের জের ধরে মারধরের ঘটনা ঘটেছে । তবে এর আগেও ওই ইউপি সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে জুয়া আইন, চেক জালিয়াতি সহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

কামরুজ্জামানের জ্যেষ্ঠপূত্র ইনসাফ আহমেদ  জানান, হুমায়ুন কবির আমার মায়ের নামে রেকর্ডীয় জমি দীর্ঘ দিন যাবৎ অবৈধ দখলে রয়েছে। আমরা অন্যাত্র ওই জমি বিক্রি করে দিলেও হুমায়ুন কবির পেশী শক্তি দেখিয়ে দখলে রয়েছে। এ বিষয় নিয়ে আমার বাবা হামলার শিকার হয়েছে। ইনসাফ আরও বলেন, আমরা পুরো পরিবার বর্তমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।