ফকিরহাটের লখপুরের খাজুরা বাসস্ট্যান্ডের ব্যবসায়ীর টাকা ছিনতাই

11
। ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ডের অদুরে আশরাফুল ইসলাম নামের একজন মৎস্য ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৪০হাজার টাকা ছিনতাই করেছে তিনজনের একটি ছিনতাইকারী চক্র। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর ৫টায় খুলনা মোংলা মহাসড়কের লখপুর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ডের অদুরে এঘটনা ঘটে। ভুক্তভোগী পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া (কাটাখালী বালুর মাঠ) এলাকার মৃত মাহাবুর রহমান এর পুত্র আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় তিনি খুলনার রুপসা মৎস্য আড়তে মাছ ক্রয় করার জন্য ভোরে কাটাখালী বাসস্ট্যান্ডে আসেন। এবং একটি ইজিবাইকে করে তারা ৩জন যাত্রী রুপসার দিকে যাচ্ছিল। তাদের ইজিবাইকটি যখন খাজুরা বাসস্ট্যান্ডের অদুরে পৌছায় তখন পিছন থেকে একটি ফোরবি মটর সাইকেলে করে তিনজন ছিনতাইকারী ইজিবাইকের সামনে গিয়ে পথ রোধ করে দাড়ায়, এবং ছুরি ডেগারের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ৪০হাজার টাকা একটি মোবাইল ফোন ও অপর এক মহিলা যাত্রীর নিকট থেকে ১টি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এরিপোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী