রাজপথে সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি এমএএফ’র আহবান

34
খুলনার রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক সম্প্রীতি, সহনশীল রাজনৈতিক পরিবেশ এবং সহঅবস্থান বজায় রাখার আহবান জানানো হয়েছে। নাগরিক প্রতিনিধিদের আলোচনা সভায়
খুলনায় সুশীল সমাজ ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে এ আহবান জানানো হয়।
সোমবার (৩১ জুলাই) নগরীর ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল হোটেলে খুলনা মহানগরের আন্তঃরাজনৈতিক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে ‘এমএএফ এডভোকেসি ফর পলিটিকাল হারমনি এনগেজিং উইথ সিভিল সোসাইটি রিপ্রেজেনটেটিভ’ শীর্ষক এক আলোচনা সভা থেকে এ আহবান জানানো হয়।
ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এমএএফ-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্ত আলোচনায় সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি চর্চার সাথে আওয়ামী লীগ বিএনপি- দুই দলের সহনশীল আচরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতিবিদদের সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখার আহবান জানানো হয় সুশীল সমাজের পক্ষ থেকে। সাথে প্রশাসনের সক্রিয় ভুমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) খুলনার  আহবায়ক ও
খুলনা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা।
সভায় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সিনিয়র সাংবাদিক এস এম হাবিব, মাসাস এর সভাপতি ডা. মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক  শামীমা সুলতানা শিলু,  ডা. সৈয়দ  আবু সঈদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারি রায় অমিত, রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, বিএনপির যুগ্ম আহবায় রেহানা ইসা, জেলা মহিলা দলের সভাপতি এডঃ তাসলিমা খাতুন, বিএনপি’র এস এম মুরশিদুর রহমান লিটন, এ এইচ এম মেহেদী দিপু, শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগের মিজানুর রহমান জিয়াসহ মুক্ত আলোচনায় অংশ নেন সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধি এবং
সভায় যুব সংগঠনের পক্ষ থেকে প্রথম আলো বন্ধুসভা, টিআইবি’র ইয়েস, রঙমহল এর প্রতিনিধি আলভী শেখ, জয়দ্রুত শীল প্রমুখ। উপস্থাপনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনার
আঞ্চলিক ব্যবস্থাপক রুবাইয়াত হাসান। আলোচনা শেষে সকলের মতামত স্বাক্ষর গ্রহণ করা হয়।