উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে” বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র

60

আবু দাউদ ইমরান, খুলনা ব্যুরো

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের এ ধারা অব্যাহত রাখার জন্য বিভিন্ন সেক্টরে এখন উন্নয়নের ছোঁয়া পড়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) অত্যন্ত স্বচ্ছতার সাথে নিরলসভাবে কাজ করে গৌরব অর্জন করেছে। এ খাত থেকে প্রতি বছরে যাত্রী সেবা ও পণ্য পরিবহন করে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। বিআরটিসি এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়নের ছোঁয়া পড়েছে। এক সময় বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র অনেকটা দূর্বল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত ছিলো। এখানে আসলে মনে হতো একটি ভূতুড়ে পরিবেশ। জরাজীর্ণ সেই প্রতিষ্ঠান এখন সফলতার মুখ দেখছে। এক কথায় বলা যায়, উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের দৃশ্য।
জানা যায়, শ্রমিক কর্মচারি ও কর্মকর্তাদের প্রতি মাসের ১ তারিখে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। তাছাড়া সকল প্রকার উৎস ভাতা, শ্রান্তি বিনোদন, ছুটি মনজুর করা সহ আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। সারা দেশ জুড়ে বিআরটিসির এই সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিআরটিসির নিজস্ব অর্থায়নে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের গ্র্যাচুইটি, সিপিএফ ফান্ড, ছুটি নগদায়ন সহ সকল পাওনা নিয়মিত পরিশোধ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মোঃ রাজু মোল্লা বলেন, বিআরটিসির সার্বিক উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে। বলা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বর্তমানে সোনালী দিন পার করছে। তিনি আরও বলেন, এটা সম্ভব হচ্ছে বিআরটিসির চেয়ারম্যান মহোদয়ের দক্ষ নেতৃত্বে। বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে একটি আদর্শ মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি করার লক্ষ্যে চেয়ারম্যান মহোদয় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বিশেষ করে প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত রাখার জন্য তিনি কঠোর ভূমিকা রাখছেন। মানবিক এই চেয়ারম্যানের জন্য এখন বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর গতি ফিরে এসেছে। তাছাড়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পিছনের রেখে আসা দুঃখ-কষ্ট ভুলে বর্তমান সময় তারা আনন্দ উৎসবের মধ্যে কাজ করছে।
সূত্র আরও জানায়, বিআরটিসি খুলনা বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। যেমন- দক্ষ প্রশিক্ষক দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ট্রেনিং সেন্টার নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা সহ মূল ফটকের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা সংযোজন করা হয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ, অফিস ভবন নতুনরূপে সাজিয়ে তোলা হয়েছে। বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ জীবনি এখানে পাওয়া যায়। ব্যবস্থাপক মোঃ রাজু মোল্লা খুলনা বাস ডিপোতে যোগদানের পর থেকে ডিপোর উন্নয়নসহ সুশৃঙ্খল একটি পরিবেশ ফিরে এসেছে। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নীতি আদর্শের মধ্যে কাজ করছেন।
এ ব্যাপারে কথা হয় বিআরটিসি খুলনা বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) মোঃ রাজু মোল্লার সাথে। তিনি বলেন, বিআরটিসি পরিবহন এর যাত্রীসেবার মান উত্তরোত্তর উন্নতির জন্য ভূমিকা রেখেছি। তাছাড়া পূর্বের তুলনায় খুলনা বাস ডিপো থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দূরদর্শী ভূমিকার জন্য এ সকল কার্যক্রম সাধিত হয়।
# # #