বাগেরহাট জেলার উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক প্রত্যাশা’ বিষয়ে নাগরিক সংলাপ

28
প্রেস বিজ্ঞপ্তি : 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘বাগেরহাট জেলার নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা সদরের রেডি ট্রেনিং সেন্টারে বাগেরহাটের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে ‘নাগরিক প্রত্যাশা’ শিরোনামে এ কর্মশালা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণীর পেশার নাগ্রিক প্রতিনিধিরা ছয়টি বিষয়কে প্রাধান্য দেন। সেগুলো হল– নারী, যুব ও শিশু বান্ধব জেলা; নাগরিক সেবা, বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত; জনগোষ্ঠীর জন্য সেবার মান উন্নত করা; সবার জন্য নিরাপদ জেলা; টেকসই অবকাঠামো; জেলা পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচছতা বৃদ্ধি।
ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ-এসপিএল প্রকল্পের আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমন্বয়ে গঠিত এমএএফ, সুশীল সমাজ, যুব সমাজের প্রতিনিধিদের সম্মিলনে এ আলোচনা সভা করা হয়।
বাগেরহাটের মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম এর সদস্য  ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুন ও যুব সংগঠনের প্রতিনিধি বৃন্দসহ অন্যান্য ব্যক্তিরা, যুব সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট ফাউনডেশন ইয়ুথ এনডিং হাঙ্গার, টিআইবি’র ইয়েস, বাধন, বাদাবন সংঘ এর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।