ওয়েভ ফাউন্ডেশন’র ইউ এমআইএমসিসি প্রকল্পের আওতায় বসতবাড়ির আঙিনায় সবজি চাষ বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

18

খবর বিজ্ঞপ্তি :
“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার মান উন্নয়ন প্রকল্প”-এর অধীনে খুলনা মহানগরের ৫টি ওয়ার্ডের ৯ টি স্লামের ৬০ টি পরিবারের ০১ জন করে সদস্য নিয়ে নগরীর দৌলতপুরের হর্টিকালচার সেন্টারে ‘বসতবাড়ির আঙিনায় সবজি চাষ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার সম্পন্ন হয়। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বিএমজেড)’র যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জিআইজেড)’র আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের ১২, ১৩, ১৪, ৩০ এবং ৩১ নং ওয়ার্ডে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরিবারের সবজির চাহিদা পূরন করার পাশাপাশি নগরীকে গ্রীন জোন তৈরী করার উদ্দেশ্যে উল্লেখিত ওয়ার্ডসমূহ হতে ৬০ জন নারী ও পুরুষকে বসতবাড়ির আঙিনায় সসবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরকে বাড়ির আঙিনায় লাগানোর জন্য ৬/৭টি করে গাছের চারা এবং সবজির বীজ সরবরাহ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সঞ্জয় কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআই জেড’র কর্মকর্তা আতিয়ার রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষক সুজিত মন্ডল এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেলী সুলতানা ও ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল সানা।