হরিণটানা থানা পুলিশ কর্তৃক ২টি চোরাই বাইক উদ্ধার সহ আটক ২

43

আল আমিন খান। চিফ রিপোর্টার।

কেএমপি’র হরিণটানা থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল্যা আল মামুন সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে হরিণটানা থানাধীন জয়বাংলা মোড়ে অবস্থান কালে ২৩.১৫ ঘটিকার সময় গোপন সংবাদ পান যে, হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক প্রকল্পের জনৈক মনিরুজ্জামানের দোতলা বাড়ির নিচতলার বন্ধ দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোটর সাইকেলসহ অবস্থান করিতেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য উল্লেখিত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি এ্যাশ কালারের Apache RTR 160 cc মোটর সাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যাবার সময় এসআই(নিঃ) মোঃ আব্দুল্যা আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১ নং আসামী মোঃ বাবু বন্দে (২৪) (ভাসমান), পিতা-মোঃ হাফিজ বন্দে, মাতা-শাহিনুর বেগম, এ/পি সাং-ছোট বয়রা, ইসলামীয়া কলেজের সামনে, রউফ ঢালীর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা ও ০২ নং আসামী মোঃ প্রিন্স শেখ (২২), পিতা-মৃত শামসের শেখ, পালক পিতা-মৃত মন্টু শেখ, মাতা-শাহানাজ বেগম, স্থায়ী সাং-চাচুড়ি (কদমতলা), নানা-বদির উদ্দিন শেখ এর বাড়ি, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং- শাশ্মাটঘাট, আল-আকসা নগর, তুহিনের বাড়ির ভাড়াটিয়া, থানা-হরিণটানা জেলা-খুলনাদ্বয়কে ধৃত করেন। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা উল্লেখিত Apache RTR 160 cc মোটর সাইকেলটি চোরাই জেনেও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। তখন সাক্ষীদের উপস্থিতিতে মোটর সাইকেলটি জব্দ করেন। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ বাবু বন্দে (২৪) ও মোঃ প্রিন্স শেখ (২২) আরো স্বীকার করে যে, তাদের পরিচিত অপর ০৩ নং আসামী মোঃ মাসুদ রানা (৩০), পিতা-মোঃ মাহাতাব শেখ, মাতা-হাফিজা বেগম, সাং- আল-আকসা নগর, থানা-হরিণটানা, জেলা-খুলনাও তাদের চক্রের সদস্য এবং তার নিকট একটি Pulsar 150 cc সাইকেল আছে। এসআই/আব্দুল্যা আল মামুন ধৃত আসামীদেরকে লইয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩ নং আসামী মোঃ মাসুদ রানা (৩০) এর বর্তমান ঠিকানা হতে তাকে গ্রেফতার করে। ০৩ নং আসামী মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ইতিপূর্বে তারা আরো একটি চোরাই মোটর সাইকেল ক্রয় করে পলাতক ০৪ নং আসামী মোঃ আল আমিন মোল্লা (২৭), পিতা-আইয়ুব আলী মোল্লা, সাং-শশ্মানঘাট, আল-আকসা নগর, থানা-হরিণটানা, জেলা-খুলনার নিকট কম দামে বিক্রি করেছে। বর্তমানে উক্ত মোটর সাইকেলটি পলাতক আসামী মোঃ আল আমিন মোল্লা (২৭) এর বাড়িতে আছে। ধৃত আসামীদেরকে নিয়ে আল আকসানগর গ্রামস্থ পলাতক আসামী আল আমিন মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে তার টিনশেড বসত ঘরের সামনের বারান্দা হতে একটি নীল কালো কালারের Pulsar 150 cc মোটর সাইকেল উদ্ধার করে। ধৃত আসামীরাসহ তাদের পরিবারের লোকজন উক্ত মোটর সাইকেল দুইটির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ধৃত আসামীরা অভ্যাসগত ভাবে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের একটি সক্রিয় সংঘবদ্ধ চক্র। এই সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-০৩, তারিখ-০৬/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়।