বরিশালের ৬ আসনে ৪৫ জন প্রার্থী টিকেছেন বাদ পড়েছেন ১০ জন

19
আর এ জাকারিয়া –
বরিশাল জেলায় ছয়টি আসনের অনুকূলে ৫৫ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্য থেকে ৪৫ জন প্রার্থী যাচাই-বাছই পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাদ পরেছেন দশ জন প্রার্থী।গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ  তথ্য জানানো হয়। বাদ পড়া প্রার্থীদের মধ্যে বরিশাল ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড.  স্মামী আহমেদ রয়েছেন। যানা গেছে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের আইন অনুযায়ী দ্বৈত নাগরিক থাকার কারনে তার মনোনয়ন পত্র বাতিল বলিয়া গণ্য হয়।আসন ওয়ারী প্রার্থীদের তালিকা ১১৯ বরিশাল -১ আসনে চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন তার মধ্য থেকে ১ জন বাদ পড়েন।১২০ বরিশাল ২ আসন থেকে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র  দাখিল করেন তার মধ্য থেকে দুইজন বাদ পড়েন। ১২১ বরিশাল ৩ আসন থেকে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন তাদের মধ্য থেকে কেউ বাদ পড়েননি।১২২ বরিশাল -৪ আসনে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেন তার মধ্য থেকে আওয়ামী লীগ প্রার্থী সহ দুইজন বাদ পড়েন। ১২৩ বরিশাল ৫ আসনে ৮টি মনোনয়ন পত্র দাখিল করা হয় তাদের মধ্যে কেউ বাদ পড়েননি। ১২৪ বরিশাল -৬ আসনে ১৬টি মনোনয়ন পত্র দাখিল করা হয় তার মধ্য থেকে পাঁচজন বাদ পড়েছেন। তবে যারা বাদ পরেছেন তারা নির্বাচন কমিশনার বরাবর আপিল করতে পারবেন। আগামী ১৭ই ডিসেম্বর প্রতিক বরাদ্দের মাধ্যমেই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন বাছাইকৃত প্রার্থীরা।