যশোরে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দের ঐক্যমত প্রকাশ 

16
প্রেস বিজ্ঞপ্তি :
যশোর জেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দদের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে  ‘ওয়ার্কশপ অন ইফেক্টিভ এডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু’ শীর্ষক কর্মশালাটিতে নাগরিকদের প্রত্যাশা জানানো হয়। যেখানে আওয়ামী লীগ ও বিএনপির ঐক্য মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরের হোটেল জয়তী সোসাইটিতে ১৪ মে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগ সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলন , যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দাস রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে সামাজিক আন্দোলনের মাধ্যমে কাজ করে যেতে হবে’। দু’দলের নেতৃবৃন্দই রাজনৈতিক সম্প্রীতিকে এগিয়ে নিতে সহমর্মিতার মনোভাব পোষণ করে।
অনুষ্ঠানটিতে চিহ্নিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল কিশোর গ্যাংয়ের প্রভাব। এর প্রতিরোধের লক্ষ্যে সকলে একত্রিত হয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালনে উদ্যোগ গ্রহণ করে।
সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।
#