বাগেরহাটে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে  ‘ইফেক্টিভ এডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

2
প্রেস বিজ্ঞপ্তি :
বাগেরহাটে সামাজিক সমস্যা সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ‘ইফেক্টিভ এডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু’ শীর্ষক এক কর্মশালায় নাগরিকদের প্রত্যাশা তুলে ধরা হয়। কর্মশালায় অংশ নেন জেলা আওয়ামী লীগ , বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দ।
শহরের ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে ১৫ মে বুধবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগে সহযোগিতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও এমএএফ এর আহ্বায়ক রিজিয়া পারভীন। আরো উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর আলম,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ রাজনৈতিক দ্বন্দ্ব নয় বরং বাগেরহাটবাসী হিসেবে সাধারণ মানুষের জীবন যাত্রা সহজ করতেই এমএএফ কাজ করবে।’
অনুষ্ঠানটিতে চিহ্নিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম ছিল পর্যটন স্থান গুলো সম্পর্কিত তথ্য বোর্ড, নারী বান্ধব গণ শৌচাগার, হাসপাতালগুলোর বেহাল দশা। সমস্যা সমাধানের লক্ষ্যে সকলে একযোগে জেলা প্রশাসক ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দাবি জানাতে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়া ।