CINtv24-এ নিউজ প্রচারের পর আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল ক্লোজড

148

ডেক্স রিপোর্ট।।

কেএমপি’র খানজাহান আলী থানার আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই খায়রুল ইসলামকে গতকাল ( শনিবার) পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে জানা যায়। মোবাইলে আর্থিক লেনদেনের একটি কল রেকর্ড সিআইএন টিভি ২৪ এ শনিবার প্রচার করা হয়। পরবর্তীতে CINtv24-এ নিউজ প্রচারের পর আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সরাসরি কেএমপি’র পুলিশ কমিশনারের কাছে অডিও ক্লিপটি পৌঁছালে তিনি তাৎক্ষনিক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেণ।

পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম জানান, এর আগেও খায়রুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি, তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যমতে, আটরা পুলিশ ফাঁড়িতে খায়রুল ইসলাম যোগদান করার পর থেকে নানা অনিয়মের সাথে তিনি জড়িয়ে পড়েন। প্রতিনিয়ত যানবাহন তল্লাশীর নামে চালকদের নিকট থেকে টাকা নিতেন। এখানেই শেষ নয়, বিভিন্ন অবৈধ পয়েন্ট থেকে মাসিক টাকা নিয়ে আসতেন খায়রুল নিজেই। খায়রুলের বিরুদ্ধে স্বয়ং আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত কতিপয় পুলিশ সদস্যরা জর্জাড়িত ছিল বলে তথ্য উঠে আসে।

ভুক্তভোগী আলামিন নামে এক যুবক জানান, থানায় আমি একটি লিখিত অভিযোগ দিই। অভিযোগের তদন্ত খায়রুল স্যারের কাছে আসলে তিনি আমার কাছে টাকা চান। আমি নিজেই ভ্যান চালক, কিভাবে স্যারকে টাকা দিবো।

আটরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুলের ক্লোজড হবার কথা শুনে এলাকার মানুষ স্বস্তি পেয়েছে। খায়রুলকে শুধু ক্লোজড করলেই হবে না, তার বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার ও দাবি জানান স্থানীয়রা।

তবে এই অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি’র মানবিক পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করেছেন আটরার মানুষ।