নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ডুমুরিয়ার রঘুনাথপুর বাজার কমিটির সভাপতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
রঘুনাথপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আতাউর রহমান মোড়ল সভায় সভাপতিত্ব করেন। রঘুনাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি স, ম রনকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এফ এম গোলাম ছরোয়ার, অসিম মন্ডল, তারোক মন্ডল, মাসুদুর রহমান ফারাজী, শফিকুল ইসলাম, আবু বকর গাজী, এ এম আমিনুর রহমান, মো. রিয়াজ উদ্দিন উকিল, ইসমাইল ফকির, আব্দুল মজিদ ফকির, শেখ শামিম, উজ্জ্বল আকুঞ্জী, ইমদাদ জোয়াদ্দার, মো. মুরাদ মোল্লা, জয়নুল আবেদীন, মালেক সরদার, জিন্নাহ আকুঞ্জী, মতিউর রহমান, রুস্তম ফারাজী প্রমুখ।
পরে বাদ মাগরিব থুকড়া বাজারে তিনি নিজ গ্রামবাসী ও সাধারণ মানুষের সাথেও মতবিনিময় করেন তিনি। সফরকালে তিনি তার মরহুম পিতা-মাতার কবরে সালাম ও তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পেশ করেন।
বিএনপি নেতা গাজী তফসির আহমেদ ২০০৩ সালে সাধারণ জনগণের ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে প্রথমবার রঘুনাথপুর জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে একটানা তিন বার নির্বাচিত হয়ে ১৬ বছর এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
গাজী তফসির আহমেদ খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ১৯৯৪ সালে খুলনার বিএল কলেজে তুখোড় ছাত্রনেতা ছিলেন। তিনি দীর্ঘ ৪ বছর অসুস্থতাজনিত কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমানে এ বিএনপি নেতা আবার রাজনীতিতে সক্রিয় হয়েছেন