দামোদর মঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল প্রতিরোধে মানববন্ধন।

153

মো. আবু হামজা বাঁধন।

বৃহস্পতিবার ১০ অক্টোবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর মঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। স্কুলের দখলে জমির একটি অংশ নিয়ে দীর্ঘ দিন যাবৎ আতিয়ার রহমান নামে এক ব্যাক্তির সাথে আদালতে মামলা চলে আসছে। এ বিষয়ে আদালতের নির্দেশে আজ জমি পরিমাপ হওয়ার কথা থাকলেও, স্কুলের শিক্ষার্থীদের বাধার মুখে সেটি হয়নি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , সংবাদ কর্মী , ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা জজ কোর্টের আইনজীবী এ্যাড. মিজানুর রহমান । মিজানুর রহমান বলেন, আমি এসেছি তবে আসে পাশের জনগন এবং এই স্কুলের ছাত্র ছাত্রীদের বাধার মুখে আমি পরিমাপ করতে পারি নাই।

স্কুলের প্রধান শিক্ষিকা কানিজ ফাতেমা বলেন, এখানে নতুন করে কাগজ তৈরি করে, তারা মালিকানা দাবি করে এখানে ঢুকতে চাচ্ছে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

মামলার  বাদি মো: আতিয়ার রহমান বলেন, এ স্কুলের প্রধান শিক্ষিকা তাঁর দলবল নিয়ে এসে জমি পরিমাপে বাধার সৃষ্টি করেছে।

ফুলতলার ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সজিবুজ্জামান রাহুল জানান, “এটা যদি পরবর্তীতে নতুন করে মিমাংসিত অবস্থায় প্রত্যেকে যদি কিছুটা অংশ ছেড়ে দিয়ে একটা কাজ করতে পারে হয়তবা সুগম ভাবে বা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে”। বিষয়টি মানবিকভাবে সকলকে দেখতে হবে।  উভয় পক্ষের ছাড় দিতে হবে বলে  তিনি (রাহুল) মন্তব্য করেন।

স্কুলের জমিপরিমাপের জন্য আদালত থেকে আইনজীবী ও সংশ্লিষ্টরা স্কুল কমপাউন্ডে আসলে শির্ক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শির্ক্ষার্থীরা মানববন্ধন করেন স্কুলের মাঠের জমির অংশ যাতে মামলার বাদীরা দখলে যেন না যায়। এলাকার সর্বস্তরের মানুষের দাবি স্কুলের দিকে বিবেচনা করে মামলার বাদীদের মানবিক ভাবে জমির কিছু অংশ যেন ছেড়ে দেন। তাহলে শিক্ষার্থীরা পাবে খেলাধূলার জন্য খোলা মাঠ।