বিএনপি নেতা বকুলের পক্ষে খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিক ও হকারদের মাঝে কম্বল বিতরণ

28

মামুন মোল্যা-খানজাহান আলী থানা প্রতিনিধি।

খুলনার ফুলবাড়ী গেট খান জাহান আলী থানা প্রেসক্লাবের কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিক ও হকারদের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে থেকে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা আবু দাউদ ইমরান, উপদেষ্টা আবু হামজা বাঁধন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, সহ-সভাপতি মোঃ আল আমিন খান, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ, সহ যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর খান,সাংগঠনিক সম্পাদক ইনসাফ আহমেদ পলক, দপ্তর সম্পাদক রেজাউল করিম, কোষাধাক্ষ জিয়া, বাবুল, শেখ আব্দুস সালাম, ঊথান, মধূসুদন, রেজাউল ইসলাম সবুজ, মুন্নি, জিল্লুর রহমান, আনোয়ার হোসেন, লিমন আহমেদ, কামাল, জালাল গাজী,আকাশ এবং হকার মহিদুল ইসলাম, রিয়াজ, মহিউদ্দিন, আফিল, রাশেদুল , মিকাইল হোসেন সিফাত প্রমুখ। প্রধান অতিথি আবু সাঈদ হাওলাদার আব্বাস তার বক্তৃতায় বলেন সাংবাদিকরা জাতির দর্পণ তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের দুর্নীতি অনিয়ম তুলে ধরে দেশ ও জাতি কল্যাণে কাজ করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল গণমানুষের নেতা তিনি সাংবাদিকদের উপহারস্বরূপ এ কম্বল প্রদান করেন