ফুলতলায় ছাত্র ছাত্রীদের মাঝে জন সচেতনতা সভা অনুষ্ঠিত  

238
মোঃ আল আমিন খান
সোমবার সকালে ফুলতলা রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ ম্যানেজিং কমিটি ও ছাত্র ছাত্রীরদের সাথে একটি  সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল, খুলনা  মো: সজীব খান বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাম্প্রতিক ছেলেধরা গলাকাটা সংক্রান্ত অবাস্তব ও ভিত্তিহীন গুজব প্রতিরোধে সকলকে এক সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছাত্র ছাএীরা শিক্ষার পাশাপাশি  খেলাধূলায় মনযোগী হলে সমাজ থেকে মাদক সন্ত্রাস সহ সকল অন্যায় দূর করা সম্ভব। সম্প্রতি একটি গোষ্ঠী পদ্মা  সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই না। ছেলে ধরা সন্দেহে গনপিটুনির নামে সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা যা ফৌজদারী আইনে অপরাধ। তাই আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না বলে জানান   এ পুলিশ কর্মকর্তা। অন্যদিকে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাম্প্রতিক ছেলেধরা গলাকাটা সংক্রান্ত অবাস্তব ও ভিত্তিহীন গুজব প্রতিরোধে শিক্ষক ও ছাত্র ছাত্রীরদের ভূমিকা তুলে ধরে শিক্ষক ও ছাত্র ছাত্রীরদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।