সাতক্ষীরায় ঈদুল আযহা উৎযাপন

247

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার ৮টি গ্রামে ঈদুল আযহা পালিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে আজ বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৮টি গ্রামে ঈদুল আযহা পালিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা গ্রামে শতাধিক মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছে। সকাল সাড়ে সাতটার এই ঈদের নামাজ বাউকোলায় অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমাম ছিলেন মাওলানা মহব্বত আলী। মাওলানা মহব্বত আলী বলেন সমস্ত মুসলমানের জন্য ইসলামের নিয়ম কানুন একই। তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমি সহ আমার গ্রামের মানুষদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছি। তিনি আরও বলেন নামাজ শেষে বাড়িতে যেয়ে আল্লাহর নামে কুরবানী করবো ইনশাআল্লাহ। মুছুল্লিরা বলেন আমরা সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ আদায় করেছে। আমরা বাড়িতে যেয়ে আল্লাহর ওয়াস্তে কুরবাণী করবো। আটটি গ্রামের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বাউকোলা,সাতানী,ভাদড়া। তালা উপজেলার ইসলাম কাটি। কালিগঞ্জের নলতা গ্রামে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।