সড়ক যেন নদীতে রূপান্তরিত হয়েছে

187

এম হুসাইন সাব্বির

খুলনা জেলার খানজাহান আলী থানার শিরোমনি বাজার থেকে পশ্চিম শিরোমণি বাইপাসের ভিতরে প্রবেশে সব থেকে ব্যস্ততম রাস্তা যেটাকে চাল পট্টি রোড মাদ্রাসা রোড বা শিরোমনি স্কুল রোড নামে পরিচিত,সড়ক যেন নদীতে রূপান্তরিত হয়েছে। এটা সেই রাস্তা এ রাস্তাটি শুরুর পর থেকেই অবহেলিত অবস্থায় থাকে এ রাস্তাটি ২০০১ সালে তৎকালীন সরকারের স্থানীয় প্রতিনিধি (সংসদ সদস্য) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংস্কার করলেও এখন ২০১৯ সালের শেষ দিকে একবার রাস্তাটি শুধু পিচঢালা সংস্কার করা হয় কিন্তু এক কিলোমিটার তাছাড়া আর কোন কাজ হয়নি ।যা হয়েছিল তাও আজ পিচবীহিন রাস্তায় পরিনত হয়েছে, বৃষ্টি হলেই রাস্তার উপরে প্রচুর পরিমাণ পানি জমে যায় যেটা শুধু রাস্তা নয় রাস্তা পেরিয়ে আশেপাশে মানুষের ঘরবাড়ি তলিয়ে যায়।যা দেখার কেউই নেই। এই রাস্তা দিয়ে চলাচল করা হাজারো মানুষের অনেক কষ্ট হয়। কে দেখবে এগুলা! আজ পর্যন্ত শিরোমনি থেকেই অনেক চেয়ারম্যান,মেম্বার এবং  কোন মন্ত্রী-এমপির চোখেও এই রাস্তাটি পড়েনি এ রোড দিয়েই হাফিজিয়া মাদ্রাসা শিরোমনি আলিম মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয়ের মত অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে। এলাকাবাসী জানান, জানিনা আদৌ রাস্তার কাজ শুরু হবে কি না, বর্তমান ক্ষমতাসীন চেয়ারম্যান মেম্বার সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই গুরুত্বপূর্ণ সড়ক টি খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের চলাচল উপযোগী করে তাদের ভিতর স্বস্তি এনে দেয়ার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী