আটরা-আফিলগেট এলাকায় পানিবন্দি হয়ে পড়ায়  স্থানীয় জনগনের মহাসড়কে বিক্ষোভ

286
মোঃ আল আমিন খান, খুলনা ব্যুরো।   
খুলনার আটরা গিলাতলা আফিলগেট বাজার গিলাতলা, ফকিরপাড়া, খৃষ্টানপাড়া, সাধুরবটতলা, পালপাড়া এলাকায় গত শনিবারের প্রবল বর্ষনে তলিয়ে পানি বন্দি হয়ে পড়েছে এলাকার মানুষ। পানি নিষ্কাষনের ড্রেনগুলিতে পলি মাটি জমে পানি নিষ্কাষনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এছাড়া আফিলগেট মহাসড়কের কালভার্টে ঐ এলাকার একমাত্র পানি নিষ্কাষনের স্থানটিতে ওয়াসার মোটা পাইপ এবং টিএনটি সহ বিভিন্ন পাইপ কালভার্ট এর মুখে থাকায় পলিমাটি এবং ময়লা আবর্জনাতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সোমবার সকাল ১০টায় এলাকাবাসী এবং আফিলগেট বাজারের সকল দোকানদার দোকান বন্ধ করে মহাসড়কে বিক্ষোভ করে এবং অতিসত্বর তাদের দাবী পানি নিস্কাষন না করা হলে তারা রাজপথে বিক্ষোভের হুমকি প্রদান করে। এসময় আটরা গিলাতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খান হাফিজুর রহমান, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আফিলগেট বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ কিসমত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সত্তার মোল্যা, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, আব্দুর রাজ্জাক রাজ, সরদার আলী আহমেদ, ইউপি সদস্য হুমায়ুন কবির, শিরিনা আক্তার, আমজাদ হোসেন, আশরাফুল কবির তালাশ, শাহজাহান রমজান,আব্বাস, রিজাউল ফকিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ বিক্ষোভকারিদের সাথে আলোচনায় মিলিত হন। আলোচনায় তৎক্ষনিকভাবে লিবার লাগিয়ে বন্ধকৃত কালভার্টের পলিমাটি সরানো সহ ড্রেনের পলিমাটি পরিস্কারের ব্যবস্থার আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের সকল কর্মসূচী প্রত্যাহার করেন ও ব্যবসায়ীরা বেলা ২টার দিকে আফিলগেট বাজারের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যান।